০১. কথা কম বলুন। ২৫ শতাংশ নিজে বলুন এবং ৭৫ শতাংশ কথা শুনুন।
০২. মাঝে মাঝে নিজেকে লুকিয়ে ফেলুন।
০৩. নিজের দুর্বল অথবা উইক পয়েন্ট কারো সাথে শেয়ার করবেন না।
০৪. নিজের ব্যক্তিগত বিষয়াদি কারো সাথে শেয়ার করবেন না।
০৫. তবে অন্যের সম্পর্কে বিস্তারিত জানুন।
০৬. মানুষের মনস্তত্ত্ব বুজে সে অনুযায়ী আচরণ করুন।
০৭. নিজের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরবর্তী পরিকল্পনা কাউকে জানাবেন না।
০৮. নিজেকে কখনো সস্তা করবেন না। অর্থাৎ আগ বাড়িয়ে যার তার সাথে মিশতে যাবেন না। তবে কার্যকারণ সম্পর্ক থাকলে সেটি আলাদা বিষয়।
০৯. আপনাকে আপনার আত্মমর্যাদাবান আরও বৃদ্ধি করতে হবে। এটি চর্চা করতে হবে।