আর্নেস্ট হেমিংওয়ের, সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ী একটি বই। এই বইগুলো সম্পর্কে আমরা খুব কম জানি, অথচ এই বইটা সবার জীবনে একবার হলেও পড়া উচিত।
বইয়ের নাম শোনে হয়তো সামান্য কোনো গল্প মনে হতে পারে কিন্তু এই গল্পের গভীরতা ব্যাপক। জীবনে বদলে দেয়ার মতো একটা বই।

বইটিতে এক বৃদ্ধ ব্যক্তি তার বুড়ো শরীর/মনের সর্বশেষ শক্তি প্রয়োগ করে তার লক্ষ্যে অবিচল থাকে। তার যা যা শক্তি/দক্ষতা/কৌশল ছিল তার সর্বোচ্চটুকু ব্যাবহার করে। কখনো হাল ছাড়ে না। তার যখন মনে হতে থেকে যে সে হেরে যাবে তখনই সে তার অতীত জীবনের সুখের স্মূতিগুলো মনে করে পুনরায় শক্তি ফিরে পায়। আসলে সংক্ষেপে বইটি তোলে ধরা অসম্ভব প্রায়। আপনাকে এটি পড়তে হবে।
এই বইটা আমাদের শিখাবে কীভাবে লক্ষ্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়। মানুষ তো হারার জন্য জন্মায়নি। একটা মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু কখনো হারবে না। বেশি না ভেবে, গতিপথে এগোতে থাকো, সেই পথেই চল আর যখন বিপদ আসবে, তখন তাকে প্রতিহত করো।
আসলে আমরা কোনো কিছুর প্রতি আশা করতে পারিনা। আমাদের ভয় কাজ করে হেরে যাওয়ার। আশা না করাটাই তো মূর্খামি। তাছাড়া আমারা ধর্মের দিক দিয়ে তো বিশ্বাস করি যে, আশা হারিয়ে ফেলা পাপ। আর পাপের কথা ভাবতে নেই। পাপ ছাড়াও অনেক সমস্যা রয়েছে জীবনে। আমদের সেই সমস্যাগুলো আত্নবিশ্বাসের সাথে মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
আপনি যখন ভাববেন যে আপনি পারবেন তখন আপনি অর্ধেক রাস্তায় চলে গেলেন, আর যখন ভাববেন যে পারবেন না তখন কিন্তু আপনি সেখানেই শেষ। Yes, you can do it, If you think.
"A man can be destroyed but not defeated"
"তুমি ভবিষ্যতে কি হবে তা নির্ভর করছে, তুমি কোন ধরনের বই পড় তার উপর" - আর্নেস্ট হেমিংওয়ে
বিশেষ দ্রষ্টব্যঃ গুগলে 'The Old Man And The Sea bangla pdf' লিখে সার্চ দিলে এর বাংলা অনুবাদ বইটির pdf পেয়ে যাবেন, এ ছাড়া ইংলিশ অরিজিনাল ভার্সন বই ত আছেই। যাদের বইটি পড়ার ইচ্ছা আছে তারা চাইলে ডাউনলোড করে পড়তে পারেন। ধন্যবাদ।
অথবা আমাকে মেইল (upodesh.xyz@gmail.com) করুন।