সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এটা জীবনের একটা শিক্ষা। জীবন মানুষকে ধাপে ধাপে শেখায় এটা। কেউ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায় না। জীবন তাকে ধাপে ধাপে শেখায় এটা।
চলুন জেনে নেয়া যাক সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যেসব পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন।
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আত্মবিশ্বাস। আপনি যে সিদ্ধান্ত নিবেন তার উপর থাকতে হবে আপনার পূর্ণ বিশ্বাস। হয়তো আপনার সিদ্ধান্ত ভুল।তবুও আপনি এই ভুল টাকেই বিশ্বাস করুন। একবার ভুল করবেন, দুইবার ভুল করবেন তারপর ঠিকই শিখে যাবেন সিদ্ধান্ত নেওয়া।
জীবনে কখনো ধরা খেতে ভয় পাবেন না। কারণ ধরা খাওয়ার পর জীবন থেকে যে শিক্ষাটা আপনি পাবেন সেটা অমূল্য। সারাজীবন পাঠ্যপুস্তকে মুখ গুজে থাকলেও তা মিলবে না।পড়ে শেখা আর ঠকে শেখা এর মাঝে আকাশ পাতাল তফাত।যেটা পড়ে শিখবেন সেটা স্থায়ী। আর যেটা ঠকে শিখবেন সেটা স্থায়ী। জীবনের কোন পর্যায়ে ঠকে যাওয়ার পর কখনো ভেঙে পরবেন না। সেটা থেকে শিক্ষা গ্রহন করুন।এই শিক্ষা আজীবন কাজে লাগবে আপনার।প্রতিবার ঠকা এক একটা আশীর্বাদ হয়ে আসে আপনার জন্য।
যেই বিষয়ে সিদ্ধান্ত নিবেন তা সম্পর্কে অগাধ ধারণা অভিজ্ঞতা থাকা লাগবে। ধরুন আপনি কোন ভার্সিটিতে কোন বিষয়ে পড়বেন এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না। এখন এটার জন্য স্বাভাবিক ভাবেই আপনার মনে হবে কোন এক বড় ভাইয়ের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসি। কিন্ত সেটা কখনোই করবেন না। আপনার পছন্দের সব ভার্সিটির বড় ভাইদের কাছে যান। ভার্সিটির ব্যাপারে খোজ নিন। কোন সাব্জেক্টে কেমন সুবিধা সেসব ব্যাপারে খোজ নিন। চাকরির বাজারে কোন সাব্জেক্টের কেমন চাহিদা সেসব খোজ নিন। তারপর নিজেই সিদ্ধান্ত নিন কি করবেন। কারণ ওই ভাইয়া আপনাকে যে পরামর্শ দিবে সেটা তার দষ্টিভঙ্গী থেকে আর তার চিন্তাভাবনা আর আপনার চিন্তাভাবনা এক হবে এমন কোন কথা নেই। আর এটার ফলে বিভিন্ন ভার্সিটি সাব্জেক্ট চাকরির বাজার সম্পর্কে আপনার যে ধারণা হবে সেটা টাকা দিয়ে কিনতে পারবেন না। জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে এই ট্রিক্স কাজে লাগান।
কেউ যদি বলে আপনার সিদ্ধান্ত ভুল এর মানে আপনি ভুল না। হয়তো সে জানেনা নয়তো সে বুঝেনি আপনার পরিকল্পনা। কারো বলার জন্য নিজের সিদ্ধান্ত চেঞ্জ করার আগে ভেবে নিবেন ভালো করে। কয়েক বার নিজের সিদ্ধান্তকে যাচাই-বাছাই করে নিবেন।
শুধু সফল মানুষের গল্প শুনবেন না। ব্যার্থ মানুষদের গল্প ও শুনুন। আপনি যে কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে যারা সফল আর যারা ব্যার্থ উভয়ের গল্প শুনুন। এরপর আবিষ্কার করুন যারা ব্যার্থ তারা কেন ব্যার্থ আর যারা সফল তারা কেন সফল? এই জ্ঞান টা কাজে লাগান আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।
সময় পেলে অন্যের জীবনের গল্প শুনুন। এমন সব কিছু আবিষ্কার করবেন এমন সব জ্ঞান অর্জন করবেন যা অমূল্য। বিশ্বাস না হলে শুনে দেখতে পারেন। তবে আপনার সব পরিস্থিতিতে শেখার মানসিকতা থাকতে হবে। কারো ব্রেকাপের গল্প শুনার পর যদি আপনি কষ্টে কান্না করে দেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। আপনার খুজতে হবে ব্রেকাপ কেন হলো কী কারণে হলো। বুঝতে যাবে যাদের গল্প শুনতেছেন তাদের মানসিকতা। বুঝতে হবে তাদের সাইকোলজি। দেখবেন অধিকাংশ মানুষের জীবনের ঘটনা গুলোর প্যাটার্ন একই কিন্ত তারা সবাই ভাবে তারা ইউনিক। এরপর দেখবেন নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া কত সহজ হয়ে যায়।
লেখকঃ শাওন সিকদার
২৩/৯/২০২১, ১ঃ১৪ PM