১) আয় বুঝে ব্যয় করুন।
আপনার বন্ধুদের আয় এবং আর্থিক স্বচ্ছলতা আপনার থেকে বেশি হতেই পারে। তা বলে আপনি যদি তাদের জীবনধারা অনুসরণ করতে যান, তবে তো দেনায় পড়ে যাবেন।
২) ব্যাক্তিত্ব্য তৈরি করুন।
কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন। যখন প্রয়োজন তখন না বলতে শিখুন। সামনের জন আপনার শিক্ষক, অধ্যাপক, ইন্টারভিউয়ার — যেই হোক না কেন, বাঘ-সিংহ তো নয়, যে খেয়ে ফেলবে।
৩) স্পষ্টবাদী হন।
বন্ধুদের কোনো ব্যাবহারে আঘাত পেয়েছেন? মনে রাগ পুষে না রেখে বরং তাদেরকে জানান যে আপনার খারাপ লেগেছে। সুন্দর সম্পর্কের ভিত্তি হল সততা।
৪) বাতেলা মারবেন না।
কোনো বিষয়ে জ্ঞান না থাকলে, লোক দেখানো বাক্যবান ছাড়বেন না। তাতে ক্ষণস্থায়ী ভালো ধারণা হয়তো তৈরি হয়, কিন্তু লম্বা দৌড়ে, সত্যি বেরিয়ে এলে তার দ্বিগুণ বাজে ধারণা সৃষ্টি হয়।