আমাদের সুখী হবার জন্য শুধু একটি জিনিসের প্রয়োজন।
জীবনে সুখী হওয়ার জন্য আমরা কত কিছুই না করি। টাকা কামাই, বাড়ি বানাই, গাড়ি কিনি কিন্তু সুখী হবার জন্য বেশি কিছু না শুধু একটি মাত্র জিনিস প্রয়োজন। আর মনোবিজ্ঞান গবেষকরা ভালবাসা নামক অনুভূতিটিকে সেই একটি জিনিস হিসেবে আখ্যায়িত করেছে। জীবনে ভালবাসা থাকলে অনেক কিছুর প্রয়োজন হয় না, এটা হোক নিজের প্রতি নিজের ভালবাসা অথবা অন্যের।
আমাদের সবার মন্দ কিছু ক্ষমতা আছে।
শুনতে হবাক লাগলেও এটাই সত্যি হ্যাঁ আমাদের সবারই মন্দ কাজ করার এক অদ্ভুত ক্ষমতা আছে সুযোগ পেলেই আমরা মন্দ কাজ বেশি করি।
আমরা আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করিনা।
হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র হিমু একদিন কোট টাই স্যুটের সাথে স্যান্ডেল পরে ঢাকার রাস্তায় বের হয়েছিল। সে অবাক হয়ে লক্ষ করেছিলো ঢাকা শহরের অসংখ্য মানুষের ভীড়ে একটি শিশু ছাড়া আর কেউ তার দিকে সেভাবে তাকাচ্ছে না। উপন্যাসের চরিত্রের সাথে বাস্তব মানুষের ব্যাপারেও একই ব্যাপার ঘটে।
যারা ভাল কিছুর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে তারাই পরবর্তীতে বেশি সফল হয়।
এটা অনেকটা সবুরে মেওয়া ফলে টাইপের। অর্থাৎ আপনি যত বেশি ধৈর্য ধরে এবং অপেক্ষা করে লক্ষ্য নিয়ে কাজ করবেন, অন্যদের তুলনায় তত বেশি সফল হবেন।
আমরা ক্ষমতা পেলেই সেটি অপব্যবহার করি।
ক্ষমতা পেলেই অপব্যবহার করা আমাদের একটা মানসিক ব্যাধি। মোটামুটিভাবে আমরা জীবনের কোন না কোন পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করতে পছন্দ করি কিংবা করতে ভালবাসি।
মূল লেখকঃ ইমতিয়াজ আহমেদ। বিজ্ঞান বাংলা.কম
# যদি লেখাটি আপনার ভালো লাগে এবং কোন ভাবে উপকার পান তবে 'Upodesh' অ্যাপটির কথা আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর হ্যা, প্লে স্টোরে আমাদের প্লিজ ৫ স্টার এবং পজেটিভ মন্তব্য মূলক রিভিউ দিন, এতে আমরা আপনাদের কাছ থেকে নতুন কিছু লিখার এবং শেয়ার করার অনুপ্রেরণা পেয়ে থাকি।