ইংরেজী শেখা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপুর্ণ। সবকিছু বাদ দিলে স্মার্টনেস এর একটা ব্যাপার তো থাকেই..!
যাই হোক, প্রথমেই বলি ইংরেজী এমন কোন কিছুই নয় যে ভয় পেতে হবে। এটা যাস্ট একটা ভাষা। আপনি যেমন বাংলা বলেন, এটাও তেমন একটা ভাষা। আপনি বাংলা বলার সময় কোন গ্রামার রুলস মানেন কি..? অবশ্যই নয়। তাই অনেকে বলবে আগে গ্রামার শিখুন, কিন্তু আমি বলব প্রথমেই আপনার গ্রামারের পিছনে ছোটার কোন দরকার নাই। যা জানেন তাতেই চলবে। ভাষা এমন একটা বিষয় যা দ্বারা আপনি কাউকে আপনার মনের ভাব বোঝাতে পারবেন। তাই, আপনি যদি ইংরেজি বলে আপনার মনের ভাব কাউকে বোঝাতে পারেন তাহলেই যথেষ্ট। তবে এটা প্রাথমিক কিছু ব্যাপার। এইগুলো বললাম যেন আপনি ইংরেজিকে ভয়ের চোখে না দেখে ভাষার চোখে দেখেন। 😉
আপনি আপনার ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে নিচের কাজ গুলো করতে পারেনঃ
০১. প্রচুর প্রাকটিস করুন।
০২. আপনার বন্ধু বা কাছের কোন ব্যাক্তির সাথে প্রতিদিন র্যানডম যেকোন টপিক নিয়ে আলোচনা করুন ইংরেজিতে।
০৩. আমরা মনে মনে অনেক কথাই বলি। চেষ্টা করুন সেই কথা গুলো ইংরেজিতে বলতে (আমি এই কাজ করে সবথেকে বেশি ভালো ফল পেয়েছি)
০৪. ইউটিউবে ইংরেজি চ্যানেল গুলোর কিছু ভিডিও প্রতিদিন দেখুন।
০৫. খেলা দেখার সময় কমেন্ট্রি বোঝার চেষ্টা করুন।
০৬. ইংরেজি নিউজপেপার পড়ুন। প্রতিদিন কিছু কিছু শব্দ শিখতে পারবেন।
০৭. ইংরেজি আর্টিকেল পড়ুন।
০৮. মাঝে মাঝে কল সেন্টারে কল করে ইংরেজিতে কথা বলতে পারেন। তারা আপনার ভুলের জন্য হাসবে না, বরং আপনার দক্ষতা বাড়বে, মনের ভয় দূর হবে।
সবশেষে আপনাকে বলব আপনি প্রতিনিয়ত প্রাকটিস করুন। প্রতিদিন ইংরেজিতে কিছু কথা বলুন। ১ মাস পরেই দেখবেন আপনি একটি অন্য উচ্চতায় পৌছে গেছেন।