১. তিনি সর্বদা নিজের মনের সাথে কথা বলেন।

২. চোখে চোখ রাখতে লজ্জা পান না।

৩. কাজে কর্মে উদ্যমী হন।

৪. তিনি কি করছেন সে ব্যাপারে স্পষ্ট ধারনা রাখেন।

৫. ছোট খাটো কথায় বিভ্রান্ত হন না।

৬. চারপাশের মানুষকে সর্বদা অনুপ্রানিত করেন।

৭. যা কিছুই করেন না কেন তৎপর থাকেন।

৮. কোন কিছু অন্যকে বিশ্বাস করানোর মত যোগ্যতা রাখেন।

৯. যেকোন পরিস্থিতি যৌক্তিকভাবে সামলাতে পারেন।

১০. তার শরীরী ভাষা অন্যদের কাছে তাকে নির্ভরযোগ্য করে তোলে।

১১. অন্যরা তাকে নিয়ে কি ভাবছে তা দ্বারা প্রভাবিত হন না। তিনি শুধু তাই করেন যা তার কাছে যথার্থ মনে হয়।

১২. তিনি তার দায়িত্বকে গুরুত্বের সাথে নেন এবং তা সুচারুরুপে সম্পন্ন করেন।

১৩. সর্বদা ইতিবাচক মানসিকতা রাখেন।

১৪. ক্ষুদ্র ব্যাপারে সময় নষ্ট না করে নিজের উন্নতির জন্যে কাজ করেন।

১৫. সর্বদা হাস্যোজ্জল থাকেন।

#যদি আমাদের লেখাগুলো আপনার কাছে ভালো লাগে এবং কোন ভাবে উপকার পান তবে 'Upodesh' অ্যাপটির কথা আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর হ্যা, প্লে স্টোরে আমাদের প্লিজ ৫ স্টার এবং পজেটিভ মন্তব্য মূলক রিভিউ দিন, এতে আমরা আপনাদের কাছ থেকে নতুন কিছু লিখার এবং শেয়ার করার অনুপ্রেরণা পেয়ে থাকি।