আসক্তি থেকে মুক্তি পাওয়ার কৌশল

 একটা চমৎকার উদাহরণের সাহায্যে মুক্তির উপায়টা বাতলে দিলে কেমন হয়!

চলুন শুরু করা যাক,

আসরের নামাজ হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলাে , হলুদ রােদ নরম হয়ে কমলা হতে শুরু করেছে। অনেক কমলা রঙের রােদে ভরে গেছে মসজিদের পাশের খেলার মাঠটা। মাঠের সবুজ ঘাসের বুকে ফুটে থাকা সাদা ঘাসফুলগুলাের দিকে তাকিয়ে থাকতে থাকতে মন কেমন জানি উদাস হয়ে গিয়েছিল। ঘাের কাটল চিৎকার চেঁচামেচিতে। 

মসজিদের খাদেম সাহেবের ছােট্ট ছেলেটা ঘুড়ি ওড়ানাের চেষ্টা করছে মাঠে। খাদেম সাহেব লাল টুকটুকে ঘুড়িটা ধরে আছেন, ছেলে যখন নাটাই ধরে দৌড় মারছে তখন তিনি ছেড়ে দিচ্ছেন ঘুড়ি।

লাল টুকটুকে ঘুড়িটা নাক উঁচু করে বাতাসে ভেসে আকাশে উঠতে চাচ্ছে , কিন্তু কিছুক্ষণ পর গােত্তা খেয়ে সােজা নেমে আসছে মাটিতে। বেশ কয়েকবার চেষ্টা করার পর অবশেষে লাল ঘুড়িটা উড়তে পারল, পারল আকাশে ভেসে থাকতে।

যেকোনাে আসক্তি কাটিয়ে ওঠা অনেকটা আকাশে ঘুড়ি ওড়ানাের মতাে বা ছােটবেলায় হাঁটতে শেখা কিংবা সাইকেল চালানাে শেখার মতাে। অনেক বার পড়ে যাওয়ার পর, হোঁচট খাবার পর, অনেক চেষ্টার পর তবেই - না সাইকেল চালানাে শেখা যায় , ঘুড়িটা ডানা মেলে আকাশে । সে রকম আপনি একদিনেই, একবারে আসক্তি ছাড়তে পারবেন না — সময় লাগবে, লাগবে অনেক চেষ্টা আর দৃঢ় মনােবল।

"জলে না নামিলে কেহ শিখে না সাঁতার,

হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়।"

দিন শেষে লড়াইটা আপনার নিজের। আমরা হয়তাে আপনার হাতে তুলে দেবাে ঢাল - তলােয়ার, আপনার বন্ধু হয়তাে আপনায় পরিয়ে দেবে বর্ম আর শিরস্ত্রাণ, কিন্তু আসক্তির বিরুদ্ধের ডুয়েলটা লড়তে হবে আপনাকেই।