০১. অপরিচিত মানুষদের সাথে মেশার ক্ষেত্রে শুরুতেই তাদের নাম জেনে নিন।
০২. কথা বলার ক্ষেত্রে কোন ধরনের লজ্জাবোধ কাজ করা যাবে না।
০৩. আত্মবিশ্বাসী এবং সাহসী মনোভাব রাখুন।
০৪. অপরিচিত মানুষটির চলন-বলন দেখে এবং কথাবার্তা শুনেই তার সম্পর্কে এবং তার ব্যক্তিত্ব সম্পর্কে প্রাথমিকভাবে মনে মনে একটি ধারণা তৈরি করে ফেলতে হবে।
০৫. প্রথমেই অপরিচিত মানুষটির মনোভাব,ব্যক্তিত্ব এবং তার রুচিবোধ সম্পর্কে অনুমান করে ফেলতে হবে।
০৬. অপরিচিত মানুষের সাথে নিজেকে হুট করে অতিরিক্ত জাহির করতে যাবেন না।
০৭. কথাবার্তায় বিনয় ভাব ও ভদ্রতা বজায় রাখুন।
০৮. অতিরিক্ত অঙ্গভঙ্গি করা ও আলগা কথা বলা পরিহার করাতে হবে।
০৯. আন্তরিকভাবে প্রশ্ন করুন এবং কথাবার্তায় সৌজন্যতা ও উদারতা বজায় রাখুন।
১০. হুট করে অপরিচিত কাউকে ব্যক্তিগত প্রশ্ন করতে যাবেন না।বিপদে পড়তে পারেন।
১১. হাসি খুশি ভাব বজায় রাখুন।
১২. চোখে চোখ রাখুন। অযথা অন্য দিকে তাকানো যাবে না।
১৩. কয়েক সেকেন্ডের মধ্যে এবং নিমিষেই নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করুন।
১৪. ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার ক্ষেত্রে শব্দ উচ্চারণ,শব্দ চয়ন,অ্যাটিটিউড এবং চাহনিতে এক ধরনের সভ্য এবং মার্জিত ভাব নিয়ে আসতে হবে।
১৫. তারপর ধীরে ধীরে সে অপরিচিত মানুষটির আগ্রহ এবং পছন্দের বিষয়গুলোকে প্রবেশ করুন।
১৬. ভুলেও নিজের বিষয়গুলো নিয়ে অতিরিক্ত ঘ্যানর ঘ্যানর করবেন না। যার সাথে মিশতে যান তার আগ্রহের বিষয় এর উপর ফোকাস রাখুন।
১৭. প্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকুন।প্রশ্নের উত্তরে তার সাথে সহমত পোষণ করুন।
১৮. অপরিচিত মানুষটির সাথে বিভিন্ন বিষয়ে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করুন।
১৯. সে যে মতাদর্শে বিশ্বাস করে, সেখানে ভুলেও আঘাত করবেন না। বরং সেটার পক্ষে দু'চারটা কথা বলুন।
২০. কোথাও গিয়ে বসুন। চা-কফির অর্ডার দিন।
২১. অন্যের মাঝে নিজেকে মিশিয়ে ফেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে- তার মনের মধ্যে প্রবেশ করা।
২২. অপরিচিত কাউকে দেখামাত্রই এবং কথা বলা মাত্রই তার মনস্তত্ত্ব এবং তার ব্যক্তিত্ব পড়ে ফেলতে হবে।সে অনুযায়ী আগাতে হবে।